ফরহাদ মজহারের সন্ধানে খুলনায় অভিযান চালাচ্ছে র্যাব
---
নিজস্ব প্রতিবেদক : ‘নিখোঁজ’ কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের সন্ধানের খুলনা মহানগরীর শিববাড়ী এলাকায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ফরহাদ মজহারের কাছে থাকা মোবাইল ট্র্যাকিং করে ওই এলাকার একটি টাওয়ারের আওতাধীন অ্যাপ্রোচ রোড এলাকায় তাকে রাখা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
খুলনা র্যাব-৬ পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফরহাদ মজহারের মোবাইল ট্র্যাকিং করে নগরীর শিববাড়ী মোড় এলাকার উদয়ন টাওয়ারের আওতায় তার অবস্থান পাওয়া গেছে। যেটি কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অবস্থিত। লোকেশন অনুযায়ী তাকে উদ্ধারের জন্য র্যাব সদস্যরা অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোন বাড়ি বা কোন জায়গায় তাকে রাখা হয়েছে সেটি স্পষ্ট হয়নি।
উল্লেখ্য, ফরহাদ মজহার সোমবার ভোরে রাজধানীর শ্যামলী থেকে অপহৃত হন বলে তার পরিবার দাবি করে। তিনি আদাবরের হক গার্ডেনের বাসা থেকে ৫টা ৬ মিনিটের দিকে বের হন। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সকাল সাড়ে ৬টার দিকে তার ফোন থেকে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।