জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার ‘মধুর’ প্রতিশোধ
---
স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে ৩১৬ রান করেও সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারেনি শ্রীলঙ্কা। ম্যাচটিতে ৬ উইকেট হাতে রেখেই সলোমন মাইরের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে জয় পায় জিম্বাবুয়ে।
তবে আজ (রোববার) গলের দ্বিতীয় ওয়ানডেতে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি সফরকারীরা। স্বাগতিকদের কাছে ৭ উইকেটে পরাজয় বরণ করতে হয়েছে তাদের।
এদিন টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। স্বাগতিকদের আমন্ত্রণে প্রথমে ব্যাটিং নেমে ৩৩.৪ ওভারে গুটিয়ে যায় সলোমন মাইরেররা। মূলত সানদাকান (৪) ও ডি সিলভার (৩) বিধ্বংসী বোলিংয়ের কাছে নত হতে হয় জিম্বাবুয়েকে। সব উইকেট হারানোর আগে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে মাত্র ১৫৫ রান। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হ্যামিল্টন মাসাকাদজা (৪১)।
জিম্বাবুয়ের এই ঠুনকো রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিক শ্রীলঙ্কা। দলের হয়ে থারাঙ্গা ৭৫ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন।