সোমবার, ৩রা জুলাই, ২০১৭ ইং ১৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

মসুলে আইএসের খেলা শেষ হচ্ছে: যুক্তরাজ্য

AmaderBrahmanbaria.COM
জুন ২৯, ২০১৭

---
ইরাকের মসুল শহরে তথাকথিত ইসলামী জঙ্গি গোষ্ঠীর খেলা শেষ হচ্ছে বলে জানাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা সচিব মাইকেল ফেলন এক বিবৃতিতে বলেছেন, ‘মসুলে ২০১৪ সালে ভয়াবহ যুদ্ধের যে খেলা শুরু করেছিলো আইএস, এখন এর শেষ ধাপে রয়েছে তারা।’
মাইকেল ফেলন আরো জানান, ‘ইরাকী বাহিনীর সঙ্গে এক হয়ে এখানে অন্তত ৭শ’টি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এর ফলে, ধীরে ধীরে সীমিত হয়ে পড়েছে আইএসের বলয়। ইতোমধ্যে সিরিয়ার রাক্কা শহর থেকেও তাদের বিতাড়িত করা হয়েছে।’
ন্যাটোর পরবর্তী বৈঠকের আগে এই ঘোষণা দিয়ে মাইকেল ফেলন আশা করছেন, আফগানিস্তানে আরো অন্তত ৮৫টি ব্রিটিশ সেনা ট্রুপ প্রেরণের। যদিও দেশটিতে এখন পর্যন্ত ৫শ’ জনের মতো ব্রিটিশ কর্মকর্তা রয়েছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর