‘নির্বাচনে বর্তমান সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে’
AmaderBrahmanbaria.COM
জুন ২৭, ২০১৭
---
কুমিল্লা প্রতিনিধি : আগামী সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনেই। নির্বাচনে শেখ হাসিনার সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর ব্রিজ নির্মাণকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এসময় হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য আমীর হোসেন, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংবিধানে যেভাবে সেনাবাহিনীর ভূমিকা নির্ধারিত আছে, ঠিক সেভাবেই সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবে।
দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে : স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে ১৩৭ জনের প্রাণহানি





সাগরে ৭১ মাঝি-মাল্লাসহ ছয় ট্রলার নিখোঁজ
নরসিংদীর জঙ্গি আস্তানা থেকে পাঁচজনের আত্মসমর্পণ