জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
---
নিউজ ডেস্ক : রাজধানীর সুপ্রীমকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঈদের নামাজ শুরু হয়।
জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহীদুজ্জামান।
ঈদের প্রধান জামাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সংসদ সদস্য (এমপি) বি এইচ হারুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। এছাড়া ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা ছিল।
অন্যদিকে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান ঈদ জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী। প্রথম জামাতে বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহের ভেতরে ও বাইরে পরিপূর্ণ হয়ে যায়।
এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকারম জাতীয় মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথমটি সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০ টায় এবং ৫ম ও শেষ জামাত সকাল পৌঁনে ১১টায় অনুষ্ঠিত হবে।
ঈদুল ফিতরের নামাজের পর দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।