মওদুদ বললেন ‘বাড়িটার নকশা তো আছেই’
---
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গুলশানে যে বাড়িতে থাকতেন, সেই আলোচিত বাড়িটিআজ রবিবার সকাল থেকে রাজউকের তত্ত্বাবধানে ভাঙা হচ্ছে। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান জানিয়েছেন বাড়িটির নকশায় রাজউকের অনুমোদন নেই। তাই এটি ভাঙার কাজ হচ্ছে। তবে ব্যারিস্টার মওদুদ গণমাধ্যমকে বলেন, ‘কে বলেছে বাড়ির নকশা নেই? আমার কাছে রাজউকের সই করা নকশা আছে।’
উল্লেখ্য, রবিবার সকাল নয়টার দিকে রাজউক গুলশান–২ নম্বরের সেই ১৫৯ বাড়িতে অভিযান শুরু করে।
আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভোগ করা গুলশান–২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ৭ জুন ছাড়তে হয় মওদুদ আহমদকে। রাজউকের সম্পত্তি শাখা বাড়িটি বুঝে নেয়। বাড়ি থেকে মালামাল সরানোর কাজ চলার মধ্যেই ওই দিন সন্ধ্যায় একটি প্রাইভেটকারে করে মওদুদ আহমদ সেখান থেকে চলে যান। ওই বাড়ির মালামাল গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে মওদুদ আহমদের নিজস্ব একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।