মঙ্গলবার, ২০শে জুন, ২০১৭ ইং ৬ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

জয়ের জন্য ভারতের লক্ষ্যে ৩৩৯

AmaderBrahmanbaria.COM
জুন ১৮, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিং করছে পাকিস্তান। আসরের ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারতীয় অধিনায়ক বিরাক কোহলি। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তানের দুই ওপেনারা। ৩৩৮ রানের বড় সংগ্রহ করে পাকিস্তান। জয়ের জন্য ৩৩৯ রানের পাহাড় সমান রানের তাড়া করতে হবে ইন্ডিয়াকে।

দুই ব্যাটসম্যানরা ১২৮ রানের জুটি অনেক দূর নিয়ে যায় পাকিস্তানকে। তবে দুই ওপেনারের ভুল বুঝাবুঝিতে ৫৯ রানের রান আউট হয়ে ফিরেন আজহার আলী। এরপর বাবর আজমকে সঙ্গি করে ভারতীও পেসারদের শাসন করছে ফখর জামান। ৯৪ বলে ১২ চার আর ২ ছয়ে শতক তুলে নিয়েছে ফখর।

আইসিসির ওয়ানডে কোন টুর্নামেন্টের ফাইনালে এখন পর্যন্ত মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। এবার চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমে প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে দুই দল। দুই দল গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল। মুখোমুখি লড়াইয়ে ভারতের দাপটে টিকতে পারেনি পাকিস্তান।

পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব্ মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান।

ভারত একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।