বিএনপিকে দমনে সরকার মরিয়া : ফখরুল
---
নিজস্ব প্রতিবেদক : সরকার বিএনপিসহ বিরোধীদল দমনে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর বিএনপি নেতা আবুল খায়ের বাবলুকে গ্রেপ্তার এবং মোহা. নাঈমকে আদালতে হাজির না করায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন তিনি।
গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ভোটারশূন্য নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতার দম্ভে রাষ্ট্র পরিচালনায় কোনো কিছুকে তোয়াক্কা না করে সবকিছুতেই ধরাকে সরা জ্ঞান করছে।’
‘বিএনপিসহ বিরোধীদল দমনে সরকার এতটাই মরিয়া যে, পবিত্র রমজান মাসেও মিথ্যা মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাদের ওপর জুলুম নির্যাতন চালাতে দ্বিধা করছে না।”
আবুল খায়ের বাবলুকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।
পাশাপাশি মোহা. নাঈমকে অবিলম্বে আদালতে হাজির করা এবং মামলা প্রত্যাহারপূর্বক তাকেও শর্তহীনভাবে মুক্তি দেওয়ার দাবি জানান।
অপর এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তার হওয়া দুই নেতার মুক্তি দাবি করেছেন।