‘বস-২’ বিতর্ক নিয়ে কথা বললেন অমিত হাসান
---
বিনোদন প্রতিবেদক : মুক্তি অনিশ্চিত, কিন্তু এরইমধ্যে ঢাকা সফর করছেন ‘বস-২’ ছবির নায়ক ও প্রযোজক জিৎ। গতকাল মঙ্গলবারই করলেন সংবাদ সম্মেলন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা অমিত হাসান। ‘বস-২’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অমিত হাসানসহ ছবিটিতে কাজ করেছেন বাংলাদেশের আটজন শিল্পী। আর অমিত হাসানও কাজ করেছেন সাতটি দৃশ্যে। তাহলে যৌথ প্রযোজনার ছবিতে দুই দেশের শিল্পীদের যে অনুপাতে অংশ নেওয়ার কথা রয়েছে, সেটি কি হয়নি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন অমিত হাসান।
অমিত বলেন, ‘আসলে কতটা সিক্যুয়েন্সে কাজ করলাম সেটা বিষয় নয়, আমার চরিত্রের গুরুত্ব কতটা সেটাই বিষয়। আমার স্ত্রীর চরিত্রে যিনি কাজ করেছেন তিনি মাত্র দুটি দৃশ্যে কাজ করেছেন, কিন্তু চরিত্রটা অনেক স্ট্রং। তা ছাড়া আমি তিনজন ভিলেনের একজন, এর মধ্যে কলকাতার অনেক শক্তিশালী অভিনেতাও আছেন, যেমন ইন্দ্রনীল, তিনিও আমার মতো কম দৃশ্যে অভিনয় করেছেন, কারণ চরিত্রটা গুরুত্বপূর্ণ।’
এই ছবিতে আমাদের দেশে শুটিং কম হয়েছে কেন জানতে চাইলে অমিত বলেন, ‘এটা আসলে যৌথ প্রযোজনার নীতিমালার কারণে হয়েছে। নীতিমালায় আছে, ছবির প্রযোজক ও পরিচালক গল্পের প্রয়োজনে শুটিং লোকেশন ঠিক করবেন। এই ছবির গল্পে আছে যে, জিৎ আমাকে খুঁজতে খুঁজতে বাংলাদেশে আসেন, তখন বাংলাদেশের শুটিং আমাদের এখানেই হয়েছে।’
‘আল্লাহ মেহেরবান’ গান নিয়ে অমিত বলেন, ‘ফারিয়া যখন আমাকে গানটা শুনায় তখনই গানটি পছন্দ হয়েছে। আমি তাকে বলেছিলাম যে যদি পোশাকসজ্জা ও নাচের মুদ্রা ভালো হয়, তাহলে গানটি হিট করবে। কিন্তু রিলিজ হওয়া পর আমি নিজেও একটু হতাশ। কারণ আল্লাহর নাম নেওয়ার সময় আমরা একটু শালীনতা আশা করি।’
সংবাদ সম্মেলনে অমিত হাসান ছাড়াও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, ছবির নায়িকা নুসরাত ফারিয়া ও কলকাতার জিৎ ।
‘বস-২’ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে যৌথ প্রযোজনা বিষয়ক প্রিভিউ কমিটির আপত্তিপত্র দেওয়ায় এবং প্রদর্শন না করার পরামর্শের কারণে বাংলাদেশে ছবিটির মুক্তি এখনো অনিশ্চিত। এনটিভি অনলাইন