জামিন পেলেন রাহুল গান্ধী
AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৭
---
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী জামিনে মুক্তি পেয়েছেন।
মধ্য প্রদেশের মান্দসাউর জেলায় কৃষক বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে গ্রেপ্তার হন তিনি। তার সঙ্গে কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাসহ প্রায় ২৫০ নেতা গ্রেপ্তার হন। বৃহস্পতিবার স্থানীয় একটি টেন্ট হাউজকে অস্থায়ী কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়।
কৃষকদের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষে রাহুল গান্ধী বলেন, ধনীর ঋণ মওকুফ করে কৃষকদের গুলি করছে সরকার। মঙ্গলবার ঋণ মওকুফের দাবি করা কৃষকদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে পাঁচ কৃষকের মৃত্যু হয়।