g মাংস খেয়ে নিলো ব্যাকটেরিয়া, ট্যাটুই ডেকে আনলো মরণ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১লা আগস্ট, ২০১৭ ইং ১৭ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

মাংস খেয়ে নিলো ব্যাকটেরিয়া, ট্যাটুই ডেকে আনলো মরণ

AmaderBrahmanbaria.COM
জুন ৮, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : দুই মাস আগে পায়ে নতুন এক ট্যাটু করিয়েছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক ব্যক্তি। এর পাঁচদিন পর মেক্সিকো উপসাগরে সাঁতার কাটতে যান তিনি। আর সেখান থেকেই মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণে অবশেষে মারা যান তিনি।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঐ ব্যক্তি তার ট্যাটুতে লেখেন ‘যিশু আমার জীবন’। গোড়ালির কাছে ঐ ট্যাটুতে অনেক ব্যথা হবার পর তাকে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণ এড়াতে ট্যাটুটি পরিষ্কার রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।

অসুস্থ ঐ ব্যক্তি চিকিৎসকদের জানান, তার অ্যালকোহল সিরোসিসে আক্রান্ত হবার ইতিহাস রয়েছে এবং তিনি দিনে ছয়টি বিয়ার পান করেন। তবে হাসপাতালে ভর্তি হবার ২৪ ঘণ্টা পর সেপটিক শকে চলে গেলে তাকে লাইফ সাপোর্টে রাখেন চিকিৎসকরা। তার শরীরে মাংসখেকো ব্যাকটেরিয়া ভিব্রিও ভালনিফিকাসের উপস্থিতি পাওয়া গেছে।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে বলা হয়েছে, এই ব্যাকটেরিয়াটি মেক্সিকো উপসাগরের উপকূলীয় পানিতে পাওয়া যায় এবং উষ্ণ আবহাওয়ায় সংক্রমণের সম্ভাবনা বাড়ে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ দপ্তরের হিসেবে, ব্যাকটেরিয়াটির কারণে যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৮০,০০০ মানুষ রোগাক্রান্ত হয় এবং ১০০ জন মারা যায়। অধিকাংশ সংক্রমণ হয় কাঁচা ঝিনুক বা চিংড়িজাতীয় খাবার খাওয়ার কারণে। নতুন ট্যাটু করার পর গোসলের সময় সেটি ঢেকে রাখা এবং সাতার না কাটার জন্য পরামর্শ দেন চিকিৎসকরা। বিবিসি।