g উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সমালোচনার জবাব চীনের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৪ঠা আগস্ট, ২০১৭ ইং ২০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সমালোচনার জবাব চীনের

AmaderBrahmanbaria.COM
জুলাই ৩১, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া ইস্যুতে চীনের পদক্ষেপের বিষয়ে ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছে বেইজিং। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার ইস্যুটি চীনের কারণে সামনে আসেনি। আর এই সমস্যার সমাধান সবাই মিলেই করতে হবে।

শনিবার টুইটার বার্তায় ট্রাম্প বলেছিলেন, ‘চীনের ওপর আমি বেশ ক্ষুব্ধ। আমাদের জন্য তারা উত্তর কোরিয়ার ব্যাপারে কিছুই করছে না, কেবল কথাই বলছে। আমরা আর এটা চলতে দিতে পারি না। চীন সহজেই এ সমস্যার সমাধান করতে পারত।’

উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ অর্থনৈতিক মিত্র ও বাণিজ্য অংশীদার চীন। দেশটি গত কয়েক বছর একের পর পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তাব ওঠলে বরাবরই তাতে ভেটো দিয়ে আসছে চীন। এছাড়া ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে চীন নিজেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর এ কারণেই চীনের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমস্যার সমাধানে বেইজিংয়ের প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছে। ‘প্রত্যেক পক্ষেরই এ ব্যাপারে সঠিক বোঝাপড়া থাকা উচিৎ।’

উত্তর কোরিয়া ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের কোনো সম্পর্ক নেই বলে পৃথক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির উপবাণিজ্যমন্ত্রী কিয়ান কেমিং। তিনি বলেছেন, ‘আমরা মনে করি উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু ও চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য ইস্যু সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাদের বিষয়ে একসঙ্গে আলোচনা করা উচিৎ নয়।’

এ জাতীয় আরও খবর