সরাইল কলেজ সরকারীকরণে সম্পত্তি হস্তান্তরে স্বাক্ষর করেছেন এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি
---
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল কলেজ সরকারীকরণে লক্ষে কলেজের সকল স্থাবর অস্থাবর সস্পদ হস্তান্তরের স্বাক্ষর অনুষ্ঠান গতকাল রবিবার দুপুরে সরাইল কলেজের অধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল কলেজ সরকারীকরণে লক্ষে স্বাবর ও অস্বাবর সম্পদ ৪.৯৬ একর ভুমি,যাহার মূল্য ৯ কোটি ১০ লক্ষ ৪২ হাজার ৭শত ৩৫ টাকা সম্পত্তি হস্তান্তরের বর্ণণা দেন। কলেজের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ ,উপজেলা জাতীয পার্টির সদস্য সচিব হুমায়ূন কবির , উপজেলা জাপার নেতা ফজলুল হক মৃধা, আওয়ামীলীগের নেতা আব্দুর সামাদ, সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রমথ নাথ চক্রবর্তী ,কলেজের সাবেক সদস্য বশির উল্লা, হাজী মাহফুজ আলী, আবু আছাদ ঠাকুর , মো: আতাহার হোসেন বকুল ,সরাইল কলেজের ব্যাবস্থাপনার সদস্য সৈয়দ ইসমাঈল মিয়া উজ্জল, আব্দুল জব্বার ,আমিন খান, জহির উদ্দিন আহম্মেদ , মজিদ, কালিকচ্ছ পাঠশালার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির নেতা রহমত হেসেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।সভাপতি স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধার বক্তব্যে ১৯৭০ সালে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হালিম, মরহুম মো: ফয়েজুল হক মৃধা, তৎকালনি অধ্যক্ষের দায়িত্বে ছিলেন মরহুম অধ্যক্ষ আবু আহমেদ , আব্দুর সামাদ,মরহুম সৈয়দ মোশারফ হোসেন যাদু মিয়াসহ অনেকেই এর মধ্যে উল্লেখযোগ্য এ ভুমির মালিক ভোলা নাথ রায়ের সসমর্প্তি আব্দুল আওয়াল মিয়া নামে ক্ষমতা দেয়া ছিল তাঁর বন্ধু মো: ফয়েজুল হক মৃধা ও শয়লেশ চন্দ্র দেব তাদের সহযোগিতায় ১৯৭০ সালে কলেজের জন্য এভুমি অধিগ্রহন করা হয়। তাদের শ্বরণ করে কলেজের স্বাবর ও অস্বাবর সম্পত্তি হস্তান্তর দলিলে স্বাক্ষর করেন ।