বুধবার, ৩রা মে, ২০১৭ ইং ২০শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগরে এএসআই প্রত্যাহার

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৩০, ২০১৭

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার নাসিরনগর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহিন উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান,উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে একটি বিষয়ে অভিযোগ উঠার পর এ ব্যবস্থা নেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে অলিন মিয়া নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন এস.আই মাহিন উদ্দিন। তবে গ্রেপ্তারকৃত অলিন মিয়া ভাল লোক ও তাঁকে ফাঁসিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে। এলাকার লোকজন এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে। এরই প্রেক্ষিতে শনিবার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির ঘটনার তদন্ত করে সত্যতা পান।এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, এস.আই মাহিন উদ্দিনের বিরুদ্ধে উঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আজ রবিবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ন্যস্ত করা হয়েছে।