g উথাপ্পা-গম্ভীরের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল দিল্লি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১১ই নভেম্বর, ২০১৭ ইং ২৭শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

উথাপ্পা-গম্ভীরের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল দিল্লি

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৮, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : রবীন উথাপ্পা ও অধিনায়ক গৌতম গম্ভীরের ব্যাটিং তাণ্ডবে দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

দিল্লির দেয়া ১৬১ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে এবং ২২ বল হাতে রেখেই টপকে যায় কলকাতা।

উথাপ্পা ৩৩ বলে ৪টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৫৯ রান করেন। গম্ভীর ৫২ বলে ১১ চারে ৭১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এর আগে শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আয়ারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে দিল্লি।

স্যামসন ৩৮ বলে ৩টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৬০ এবং শ্রেয়াস ৩৪ বলে ১টি ছক্কা ও ৪টি চারে ৪৭ রান করেন।

কলকাতার হয়ে কাল্টার নেইল ৩টি এবং উমশ যাদব ও সুনিল নারিন ১টি করে উইকেট লাভ করেন।

এদিকে আজকের ম্যাচেও কলকাতার একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান।