১৪৪ ধারা বলবৎ : শুরু হচ্ছে অভিযান
নিউজ ডেস্ক : শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট-সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহনিীর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার রাত আনুমানিক ৪টা থেকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের আফসার আলী জেন্টুর বাড়িটি ঘিরে রাখা হয়েছে। জঙ্গিরা ভেতর থেকে বোমা ও গুলি ছুড়ছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে ওই বাড়িটির ভেতর থেকে প্রশাসনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই নিশ্চিত হওয়া যায় যে ওই বাড়িতে জঙ্গি বা সন্ত্রাসী অবস্থান করছে। নিরাপত্তার স্বার্থে বাড়ির আশপাশে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ। তিনি আরো জানান, জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান শুরু করবে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।