শনিবার, ২৯শে এপ্রিল, ২০১৭ ইং ১৬ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সাপের যে ছবি ভাইরাল, খুঁজে বের করুন সাপ!

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৬, ২০১৭

অনলাইন ডেস্ক : অনেকটা ধাঁধাই বটে। একটা জঙ্গলে অসংখ্য শুকনো পাতা পড়ে আছে। সেই শুকনো পাতার মধ্যে একটি সাপ রয়েছে। সাপটি খুঁজে বের করুন দেখি! টুইটারে একটি ছবি পোস্ট করে এমনই কিছু লিখেছিলেন হেলেন নামে এক নারী।

ছবিটি দেখে সবাই অবাক হয়ে যান। কোথায় সেই সাপ? নাহ! ভাল করে দেখেও বেশির ভাগ মানুষই কিন্তু ব্যর্থ হয়েছেন। হেলেন টুইটারে কিন্তু ধাঁধার উত্তরও বলে দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, একটু ধৈর্য্য ধরে দেখুন, ঠিক খুঁজে পাবেন সাপটিকে।

হেলেন এক জন পিএইচডি-র ছাত্রী। তিনি পাইথন, পিট ভাইপার এবং বোয়া প্রজাতির মতো সাপেদের নিয়ে গবেষণা করেন। সাপেদের নিয়ে কাজ করেন এমন এক ব্যক্তি ছবিটি হেলেনকে পাঠান।

হেলেন নিছকই মজাচ্ছলে বন্ধুদের পাঠিয়ে প্রশ্ন করেন, ছবির মধ্যে কোথায় রয়েছে সাপটি? তাঁদের মধ্যে থেকেই কেউ একজন সেই পোস্টটা পাবলিক করে দেন। ব্যস, তার পর থেকেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হেলেন সাপটিকে পরে চিহ্নিতও করে দেন। সাপটি দেখতে এখানে ক্লিক করুন।