ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে প্রাণিসম্পদ কর্মকর্তাকে লাঞ্ছিত, মন্ত্রীর উদ্ধোধনের ফলক ভাংচুর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর করে কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রোববার (২৩ মার্চ) নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধনের জন্য প্রস্তুত করা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নামফলকটিও ভেঙে দিয়েছে। বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা তিনি বলেন, দুপুরে আর্তকিত ৭০/৮০ জনের একদল যুবক হঠাৎ আমার অফিসে হামলা চালিয়েছে। তখন তারা আমাকে ও অফিসের অন্যান্য কর্মচারী দের উপর আক্রমণ করে মারধর করে। মন্ত্রী মহোদয়ের জন্য তৈরী করা উদ্ধোধনের ফলকটি তার অফিস থেকে জোড় পূবক ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এসময় তারা আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে। পরবর্তী এক ঘন্টা পর মোবাইলটি ফিরিয়ে দিয়ে যায়। আমরা হামলা ও ভাংচুরের ঘটনায় লিখিত অভিযোগ প্রস্তুত করছি। আগামীকাল আইনগত ব্যবস্হার জন্য দাখিল করব।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, অফিসে ভাংচুর হয়নাই কয়েকটা ফুলের টব ছিল সেগুলো তারা ভেঙ্গে ফেলেছে। মন্ত্রীর উদ্ধোধনের ফলকটি তারা ভেঙ্গে ফেলেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।