বৃহস্পতিবার, ৪ঠা মে, ২০১৭ ইং ২১শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে বেইলী ব্রীজ : মানুষের জীবনের ঝুকি নিয়ে চলছে যানবাহন

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৭, ২০১৭
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে নবীনগর-কোম্পনীগঞ্জ সড়কে জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি নামক স্থানে স্থাপিত সেই পুরানো বেইলী ব্রীজ এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের জীবনের ঝুকি নিয়ে ওই জরার্জিন বেইলী ব্রীজের উপর দিয়ে চলছে শত শত যানবাহন। কগড়ইবাড়ি বেইলী ব্রিজটি মেরামতের অভাবে দীর্ঘদিন যাবত বিপদজনক অবস্থায় পরে রয়েছে।এই ব্রীজটির কমপক্ষে ৮টি স্থানে ষ্ট্রীলের পাটাতন সরে গেছে ফলে প্রায় প্রতিনিয়ত ছোটখাট দুর্ঘটনার স্বীকার হচ্ছে যানবাহনসহ যাত্রীরা। নবীনগর-কোম্পনীগঞ্জ সড়কে প্রতিদিন যে অধিক সংখ্যক মালবোঝাই ট্রাক,যাত্রীবাহী বাস,টেম্পু, জিএনজি, অটো,মটরযানসহ ভারী যানবাহন চলাচল করে তাতে যে কোন মুহুত্তে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারে। জরুরী ভিত্তিতে উক্ত বেইলী ব্রীজের পাঠাতন পরিবর্তন করে জনসাধারনে জীবন রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে এলাকাবসি। ওই এলাকার জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আবদুর রউফ বলেন, দীর্ঘদিন যাবত এই ব্রীজটি জরার্জিন অবস্থায় আছে, জনস্বার্থে জরুরী ভিত্তিতে ব্রীজটি মেরামত প্রয়োজন। সড়ক ও জনপথ বিভাগ অফিস সুত্র জানায়, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ।