কাল বৈশাখী ঝড় : আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন বন্ধ
---
সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে॥ কাল বৈশাখী ঝড়ে গ্রীড লাইনের ক্রটির কারণে আজ বুধবার রাত ৮টায় থেকে বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন। ইউনিট গুলো বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রীডে অন্তত ৫শ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। বন্ধ ইউনিট গুলো হলো ২শ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট, প্রতিটি ১শ৫০ মেগাওয়াট ক্ষমতার ৩নং ও ৪নং ইউনিট। এতে করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীসহ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড়ের কারণে হঠাৎ করে বিদ্যুৎ কেন্দ্রের গ্রীড লাইনের বিভিন্ন অংশে ক্রটি দেখা দেয় এবং গ্রীডের তার ছিড়ে যায়। তাই বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুৎ ইউনিট গুলো বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা মেরামসত কাজ শুরু করে দিয়েছে। দ্রুত ইউনিট গুলো উৎপাদনে আনতে চেষ্টা চলছে। তবে বিদ্যুৎ কেন্দ্রের বাকী ইউনিট গুলো উৎপাদন স্বাভাবিক রয়েছে।