নতুন সংসারের অপেক্ষায় বাবলু
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ১৩, ২০১৭
            
          নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাগ্নি মেহেজেবুননেছা রহমান টুম্পাকে সঙ্গে নিয়ে নতুন জীবনযাত্রা শুরু করছেন। ২১ এপ্রিল সকালে বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় আক্দ এবং সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। বাবলুর হবু স্ত্রী মেহেজেবুননেছা রহমান সাউথ-ইস্ট ইউনিভার্সিটির বিবিএর প্রোগ্রাম ডিরেক্টর। হবু শাশুড়ি মেরিনা রহমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের উদ্যোগেই জিয়াউদ্দিন বাবলু বিয়ে করছেন। পার্টির সাবেক এই মহাসচিবের বিয়েকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।
 
        



