ঠিক আছে তাহলে ফিল্ম ছেড়ে দেবো : শাকিব খান
বিনোদন প্রতিবেদক : শাকিব খান অপু বিশ্বাস ইস্যু এখনো চূড়ান্তভাবে শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত না তিনি অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করছে ততক্ষণ ধোঁয়াশা থেকেই যাচ্ছে। অনেকেই মনে করছেন টেলিভিশনে উপস্থিত হয়ে ‘শাকিব খান আইওয়াশ’ করেছেন। অনেক গণমাধ্যম শাকিবের বক্তব্যকে কৌশলি বক্তব্য মনে করছেন। এ বিষয়ে কথা বলতে বুধবার রাতে শাকিব খানের সাথে যোগাযোগ করা হয়-
অপু বিশ্বাসের সাথে যোগাযোগ হয়েছে কি, আপনি যোগাযোগ করেছেন?
যোগাযোগের কি আছে, আমাদের যোগাযোগই তো বিচ্ছিন্ন হয়নি। অপু তো ৯ বছর ধরেই আমার কাছে আছে।
আমার কাছে বলতে?
আমার কাছে বলতে আমার বাড়িতেই আছে। গুলশানের বাড়িতো আমার বাড়ি। ওকে ৯ বছর ধরে আমি দেখাশোনা করছি। আপনারা তো অপুর সাথে কথা বলেন, দেখেন সে কি বলে!
এই ঘটনার পর তো একটা যোগাযোগের বিষয় থাকে-
আসলে দেখেন আমি মানসিক ভাবে বিপর্যস্ত, সারাদিন এতো কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাবো। যা ঘটেছে তা পরিকল্পিত, আমার ক্যারিয়ার ধ্বংসের একটা চক্রান্ত ছিল। তার সাথে ঘটনার আগেরইদিনই তো দেখা হয়েছে। তাহলে যোগাযোগ নেই এটা কেন হবে?
পরিকল্পিত বলতে বলতে, কার পরিকল্পনা?
দেখেন অপু মানুষের কথা শুনে আমার ক্যারিয়ারকে ধ্বংস করার পথে বেছে নিয়েছে। আমি আর পারছি না। আমি সবকিছু বলেছি, এখন আমার নতুন করে বলার কিছু নেই। আপনারা তার সাথে কথা বলেছেন, আপনারা সবই জানেন। এতোদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আপনারা কি কিছু জানেন না? তার ভরণপোষণ সবকিছুর দায়িত্ব আমি নিয়েছি। তার যখন যা লাগে সবকিছু করেছি, গুলশানে বাড়ি করে দিয়েছি, বগুড়ায় অট্টালিকা কার টাকায় করা? বসুন্ধরার ফ্ল্যাট কে কিনে দিয়েছে?
তাহলে অপুর উদ্দেশ্য কী বলে মনে করছেন?
অপুর উদ্দেশ্য নেই, অপুকে দিয়ে করানো হচ্ছে। অপু নিজেও বুঝতে পারছে না আমার ক্যারিয়ার ধ্বংস করতে চায় একটা গ্রুপ। তারা চায় আমি যেন ফিল্মে না থাকি, ফিল্ম ছেড়ে দেই। অপুকে তারা ট্র্যাপে ফেলে এই কাজ করে যাচ্ছে। আমি আর পারছি না, আমার ক্যারিয়ার ধ্বংস হলেই তো খুশি তাই না? ঠিক আছে তাহলে আমি ফিল্ম ছেড়ে দেবো। আমি আর পারছি না।
তাহলে অপুর করণীয় কী ছিল?
তার যদি কিছু বলার থাকে অভিযোগ থাকে তাহলে ইন্ডাস্ট্রিতে অভিভাবক আছে তাদের কাছে যেতে পারতো, রাজ্জাক আংকেল ছিলেন তার কাছে যেতে পারতো, অনেক সিনিয়র শিল্পীরা ছিল তাদের কাছে তো যেতে পারতো, কিন্তু সে তো তা করেনি। তাহলে বলুন কেন এরকম করলো? আমি শাকিব খান এখন সারাদেশের মানুষের কাছে ক্রিমিনাল। নিজেকে ক্রিমিনাল ক্রিমিনাল মনে হচ্ছে। সে এসব না করলেও পারতো।
অনেকেই মনে করছে টেলিভিশনে আপনার বক্তব্য ছিল ‘আইওয়াশ’ এ বিষয়ে আপনার বক্তব্য কী?
আমি সারাদেশের মানুষের সামনে কথা বললাম সেটা আইওয়াশ হয়ে গেল? এখন আপনারা যদি ধরেই নেন তাহলে বলার কি আছে। দেখেন সব দোষ আমার, আমিই গিলটি। আমাকে আপনারা ফাঁসি দিয়ে দিন।