৪৮ বলে ১৪৬ রানের বিশ্ব রেকর্ড গড়লেন শফিকুল
তিন ম্যাচ আর্ন্তজাতিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শফিকুল ইসলামের সেঞ্চুরিতে ভারত হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে ৮১ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।
ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন ও প্যারা স্পোর্টস ফাউন্ডেশন যৌথভাবে এ সিরিজের আয়োজন করে।
বুধবার সকালে অতিরিক্ত তাপমাত্রার কারণে ১৫ ওভারের ম্যাচ হবে সিধান্ত জানান ম্যাচ রেফারি। ভারতের রাজধানী দিল্লির আরডি রাজপাল স্কুল মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিং করে জয়ের জন্য ২৫২ রানের টার্গেট দেয় বাংলাদেশ দল।
শফিকুল মাত্র ৪৮ বল খেলে ১১টি ছয় এবং ২০টি চারের সাহায্যে ১৪৬ রান করে অপরাজিত থাকেন। আর এ ইনিংসিটিই হচ্ছে হুইল চেয়ার ক্রিকেটে বিশ্ব রেকর্ড। শেষ পর্যন্ত ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে ইনিংস শেষ করে বাংলাদেশ।
এদিকে বিশাল রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৭০ রান করতে সক্ষম হয় ভারত।
গেলো ১০ এপ্রিল সিরিজ খেলতে ভারত যায় ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনে বাংলাদেশ এর হুইল চেয়ার ক্রিকেট টিম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা হয়ে দিল্লি যায় তারা।