সাইবার চুরি ঠেকাতে সুইফটের নতুন উদ্যোগ
নিউজ ডেস্ক : বাংলাদেশের রাজকোষ চুরির পর সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার পদক্ষেপ নিয়েছে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন)। তাদের কোনো সেবা গ্রহীতার একাউন্টে সন্দেহজনক টাকা হস্তান্তরের বিষয় নজরে পরার সঙ্গে সঙ্গে তারা এ বিষয়টি সংশ্লিষ্ট গ্রহককে জানান দেবে। এতে ওই গ্রাহক তার একাউন্ট থেকে টাকা চুরি রোধে ব্যবস্থা নিতে পারবেন। গত বছর ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের একাউন্ট হ্যাক করে হ্যাকাররা কমপক্ষে ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়। তা নিয়ে সারা বিশ্বে তোলপাড় হয়। ওই অর্থ চালান করে দেয়া হয় ফিলিপাইনে। সেখানকার রিজাল কমার্শিয়াল ব্যাংক হয়ে সেই টাকা চলে যায় ক্যাসিনোতে। তারপর লাপাত্তা হয়ে যায় বিপুল অংকের টাকা। তবে এরই মধ্যে ওই টাকার কিছুটা উদ্ধার করা সম্ভব হয়েছে। ব্লুমবার্গ নিউজ জানায়, এ ধরনের সাইবার হামলার মাধ্যমে সন্দেহজনক লেনদেনের বিষয়টি তারা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে। এ জন্য লেনদেন স্ক্রিনিং করতে একটি উন্নততর সেবার উন্নয়ন করছে তারা। তাদের এ সেবা শুরু হবে ২০১৮ সালের শুরুর দিকে। এ সেবার মূল্য কেমন হবে তা নির্ভর করবে সেবা গ্রহণকারী ব্যাংকগুলোর সংখ্যার ওপর। বলা হয়েছে, সন্দেহজনক লেনদেন তাদের ওই প্রযুক্তিতে ধরা পড়ার সঙ্গে সঙ্গে তারা সংশ্লিষ্ট গ্রাহককে ‘লাল পতাকা’ ম্যাসেজের মাধ্যমে তা জানান দেবে। এতে ওই গ্রাহক তাৎক্ষণিকভাবে ওই লেনদেন আটকে দিতে পারবেন। সুইফট এক ইমেইল বার্তায় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।