সরাইল সদর ইউনিয়নের বাজেট ঘোষণা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ৭নং সরাইল সদর ইউনিয়ন পরিষদের ২০১৭-০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন চেয়ারম্যান আবদুল জব্বার। গতকাল বুধবার সকালে পরিষদের সভাকক্ষে চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মূক্ত এ বাজেট সভায় ১ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। পরিষদের সচিব নাসির উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত। এ ছাড়া সকল ইউপি সদস্য, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যসহ পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় আগামী অর্থ বছরে সরকারি অনুদান, কর, বিভিন্ন সনদ ও লাইসেন্স, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের একাধিক উৎস থেকে ১ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকা আয় দেখানো হয়েছে। আয়ের ১৩টি খাতের মধ্যে সর্বোচ্চ আয় ধরা হয়েছে স্থানীয় সরকার উপজেলা পরিষদ থেকে ৪৮ লাখ টাকা। আর দ্বিতীয় সর্বোচ্চ আয় হচ্ছে সরকারি অনুদান সংস্থাপন খাতে ৩০ লাখ টাকা। বাজেটে সর্বনিম্ন আয় দেখানো হয়েছে সম্পত্তি ভাড়া খাতে ১০ হাজার টাকা। আয়-ব্যয় সমান হলেও সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে সড়ক যোগাযোগ খাতে ৬৮ লাখ টাকা। এ ছাড়া শিক্ষা খাতে ১২ লাখ টাকা, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে ১০ লাখ ৯৫ হাজার টাকা, কৃষিতে ৮ লাখ টাকা, সচিব ও কর্মচারীদের বেতন ভাতা ৬ লাখ ৫০ হাজার টাকা ও সেচ ও বাঁধ খাতে ৫ লাখ ৬৫ হাজার টাকা। সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে প্রচার খাতে ১৫ হাজার টাকা। চেয়ারম্যান এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নবাসীর স্বপ্ন বাস্তবায়নে পরিষদের সকলের সহযোগীতা কামনা করেন। প্রধান অতিথি বলেন, এ বাজেট শুধু জনগনের কাঙ্খিত উন্নয়নের জন্য। তাই স্বচ্ছতার সাথে সকলে মিলে স্থানীয় সরকারের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে।