শুক্রবার, ১৪ই এপ্রিল, ২০১৭ ইং ১লা বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ

মমতার কাটা মাথার দাম ১১ লাখ

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১২, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম নির্ধারণ করলেন ক্ষমতাসীন বিজেপি-র যুব মোর্চার নেতা যোগেস ভারষ্ণে। কোনওরকম রাখঢাক না করে তিনি ঘোষণা করেন, ‘কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে এনে আমায় দিতে পারলে তাকে আমি ১১ লাখ রুপি পুরস্কার দেব।’

ঘটনার সূত্রপাত গতকাল মঙ্গলবার সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে। এতেই বেজায় ক্ষেপেছেন বিজেপির যুব মোর্চার সেই নেতা।

তিনি বলেন, ‘যখন আমি ভিডিওটি দেখছিলাম, তখন একটাই কথা মনে হচ্ছিল। যদি কেউ আমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা এনে দিতে পারেন, তবে তাকে আমি ১১ লাখ রুপি পুরস্কার দেব।’

পুলিশ নৃশংসভাবে হনুমান জয়ন্তীর মিছিলে ভক্তদের উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘মমতা হিন্দুদের লক্ষ্যবস্তু বানিয়েছেন।’

প্রথমে রামনবমীর মিছিল নিয়ে তীব্র বিতর্কের পর মঙ্গলবার হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে ধুন্ধুমারকাণ্ড ঘটে সিউড়িতে। তৃণমূলের দাবি, পুলিশের অনুমতি ছাড়াই শহরে দাপিয়ে বেড়ায় সেই মিছিল। ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা মিছিল এগিয়ে নিয়ে যেতে গেলে পুলিশও লাঠিচার্জ করে।

হনুমান জয়ন্তী উপলক্ষে গতকাল সকালে সিউড়ির বড়বাগান থেকে মিছিল বের করেন শতাধিক মানুষ। এই মিছিলের জন্য পুলিশের অনুমতি ছিল না এবং মিছিল যাতে না হয় সে জন্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে অনুরোধ করেছিল প্রশাসন। তা সত্ত্বেও মিছিল বেরুয় এবং এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হয়। তাই বাধা দেয় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে লাঠি চার্জও করা হয়।

এ ঘটনা নিয়ে উত্তেজনা শুধু সিউড়িতেই থেমে থাকেনি। রাজ্য জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর