শুক্রবার, ১৪ই এপ্রিল, ২০১৭ ইং ১লা বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ

নাসিরনগর মৎস্য অধিদপ্তরের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১২, ২০১৭

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : নাসিরনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সফর ২০১৭ অনুষ্ঠিত হয়। মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারনের লক্ষ্যে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়র প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৪ সদস্যের একটি দল কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুগন্ধা মৎস্য চাষ প্রকল্পের প্লাবন ভূমিতে মৎস্য চাষের একটি খামার পরিদর্শন করে। উক্ত অভিজ্ঞতা বিনিময় সফরটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরাফাত উদ্দিন আহমেদ । দিনব্যাপী এই অভিজ্ঞতা বিনিময় সফরে আখাউড়া ও কসবা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কাযালয়ের প্রতিনিধি দলও মৎস্য চাষী সুগন্ধা মৎস্য চাষ প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় সুগন্ধা মৎস্য চাষ প্রকল্পের পরিচালক হাজ্বী আলী আহমেদ মিয়াজী তার প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। দাউদকান্দি সুগন্ধা মৎস্য চাষ প্রকল্পের কার্যক্রম পরির্দশন শেষে দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা (বার্ডে ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মোঃ জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ভবনে(রিজার্ভ) জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দা সিরিন কুলসুমা খাতুন,কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস আকন্দসহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহাকরি উপজেলা মৎস্য কর্মকর্তাগন। সভায় বক্তারা মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপির নেতৃত্বে দেশে মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন হওয়ায় সরকারে ভূয়সী প্রসংশা করা হয়।