শুক্রবার, ১৪ই এপ্রিল, ২০১৭ ইং ১লা বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ

কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১২, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : আদালতে হাজিরা না দেওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আসামের একটি আদালত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে গত বছর টুইটারে ‘আপত্তিকর’ মন্তব্য করায় আসামের এক বিজেপি নেতা আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেছিলেন। সোমবার আদালতে ওই মামলার হাজিরার দিন ছিল । হাজিরা না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

কেজরিওয়ালের আইনজীবি গুরপ্রিত সিং উপল জানিয়েছেন, আগামি ২৩ এপ্রিল দিল্লির পৌর নির্বাচন হবে। এ নিয়ে কেজরিওয়াল ব্যস্ত রয়েছেন। তাই তিনি আদালতে শুনানিতে হাজির হওয়ার জন্য দিল্লির বাইরে যেতে পারছেন না।

আদালত অবশ্য জানিয়েছে, এর আগে গত ৩০ জানুয়ারিও শুনানির সময় হাজিরা দেন নি কেজরিওয়াল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অবশ্য জামিনযোগ্য।