শুক্রবার, ১৪ই এপ্রিল, ২০১৭ ইং ১লা বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ

অনেক দাদাগিরির মুখে পড়তে হয় : জয়া

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১২, ২০১৭
news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান। সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কিছুদিন আগে ওপার বাংলার ‘বিসর্জন’ সিনেমায় আবিরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে বাংলাদেশে ‘দেবী’ শিরোনামে একটি সিনেমা নির্মিত হচ্ছে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন জয়া আহসান। এ সিনেমার মাধ্যমে প্রযোজকের তালিকায় যুক্ত হলো তার নাম।

জয়া বর্তমানে কলকাতায় রয়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় প্রযোজক জয়া নানা বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারে জয়াকে প্রশ্ন করা হয় প্রযোজনার কাজ বেশ ঝুঁকিপূর্ণ। এ সাহসটা কীভাবে পেলেন? জবাবে জয়া বলেন, ‘বাংলাদেশ সরকার থেকে একটা সাবসিডি পেয়েছিলাম। তাই ঝুঁকিটা নিয়েই ফেললাম। শুধু অভিনয় নয়, বাংলাদেশের সিনেমাকে আরো উন্নত করার ইচ্ছে রয়েছে। যখন টেলিভিশনে একদম টপে অনেক বেশি পারিশ্রমিকে কাজ করতাম, তখন সব ছেড়ে ফিল্মে অভিনয় শুরু করি। আরো ভালো সিনেমা যাতে করতে পারি সেই তাগিদ থেকেই প্রযোজনায় এসেছি।’

বলিউডে এখন একাধিক নায়িকা প্রযোজক। মেয়ে হয়ে প্রযোজনা করাটা কী বেশি কঠিন বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে পেশাদারিত্বের অভাব রয়েছে। আবার প্যাকেজিংটাও খারাপ। এখানে দেখেছি খুব ছোট প্রযোজনা সংস্থা হলেও প্যাকেজিং ভালো হয়। সেই জায়গাটা ওখানে খুব কঠিন। আর সিনেমাটির শুটিংয়ের পর্ব এখনো শেষ হয়নি। এরপর স্পনসর, ডিস্ট্রিবিউশনের ঝামেলা শুরু হবে। প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছাতে অনেক দাদাগিরি চলে। দেখি কীভাবে সামলাতে পারি।’