শাকিব-অপুর ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিতে চান অমৃতা!
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ১১, ২০১৭
            
          বিনোদন প্রতিবেদক : শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে চান চিত্রনায়িকা অমৃতা খান।
মঙ্গলবার সকালে শাকিব-অপুর ছেলের ছবি ফেসবুকে প্রকাশ করে অমৃতা লিখেন, ‘তোমার জন্য অনেক দোয়া বাবু। আমার যদি একটা মেয়ে হয় তোমার সাথে ওকে বিয়ে দিতে চাই। আর যদি ছেলে হয়, তোমার মতো যেন একটা ছেলে হয়। আল্লাহ তোমার মঙ্গল করুক। অনেক আদর, অনেক ভালোবাসা।’
            শাকিব-অপুর বিয়ে ও সন্তানের খবর ফাঁস হওয়ার পর দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে খবরটি।
গতকাল টিভি লাইভে গিয়ে অপু জানান, ৯ বছর আগে ২০০৮ সালে বিয়ে করেন শাকিব-অপু। গত বছর তাদের সংসারে আসে একটি ছেলে সন্তান। নাম রাখা হয়েছে আব্রাহাম খান জয়।
            ছেলেকে নিয়ে প্রথম মিডিয়ার সামনে এসে গোপন কথা ফাঁস করে দেন অপু।
 
        


