লক্ষ্মীপুরে গৃহবধূ ধর্ষণের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার রশিদপুর এলাকার নাছির উদ্দিন, মাসুদ আলম,বাহার উদ্দিন ও মহিন। তবে দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আবুল বাশার।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার রশিদপুর এলাকায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এক গৃহবধূকে হাত পা বেধে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে চার জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। একই মাসের ২৬ সেপ্টেম্বর ওই চার আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।