শুক্রবার, ২১শে এপ্রিল, ২০১৭ ইং ৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর মন্তব্যেই ফুটে উঠেছে ভারত সফরে দেশ কিছু পায়নি: মির্জা ফখরুল

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১১, ২০১৭

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রধানমন্ত্রীর মন্তব্যেই ফুটে উঠেছে ভারত সফর থেকে বাংলাদেশ কিছুই পায়নি। প্রধানমন্ত্রী ভারত সফরের শেষ দিকে বলেছেন, ‘পানি মাঙ্গা, লেকিন ইলেক্ট্রিসিটি মিলা। কোই বাত নেহি কুছ তো মিলা।’ তার এই কথাতেই পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ কিছুই পায়নি। শুধুমাত্র পয়সার বিনিময়ে বিদ্যুৎ পাবে।”

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দৈনিক আমার দেশ’ বন্ধের ৪ বছর উপলক্ষে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন। তিনি কী খেয়েছেন, কী দেখেছেন এসবই পত্রিকায় এসেছে। তবে একটি সুর সব গণমাধ্যমে উঠে এসেছে যে, তার সফরে বাংলাদেশের আশা পূরণ হয়নি। তিস্তা পানির বিষয়ে ন্যূনতম যে ব্যাপারটি ছিল সেটিও বাংলাদেশ পেলো না।’

মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের সরকার নতজানু। তারা নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে চলছে। তারা পানি আনতে পারবে না। আজ দেশের স্বাধীনতা যুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত, এ থেকে বেরিয় আসার জন্য ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।’

জঙ্গিবাদ বিষয়ে ফখরুল বলেন, ‘জঙ্গিবাদ নতুন অস্ত্র, তবে এটি বিছিন্ন ঘটনা নয়। ১৯৭১ সালের পরই নীল নকশা তৈরি করা হয়েছিল বাংলাদেশকে নিয়ন্ত্রিত রাষ্ট্র বানানোর জন্য। এ পথে তারা অনেক দূর এগিয়ে গেছে।’

তবে তারা কারা এ নিয়ে মির্জা ফখরুল পরিষ্কার কিছু বলেননি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কবি ফরহাদ মাজাহার প্রমুখ।