জঙ্গি রিপনের সঙ্গে শেষ সাক্ষাৎ করলেন বাবা-মা
নিউজ ডেস্ক : সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের সঙ্গে শেষ সাক্ষাৎ করেছেন তার বাবা-মা ও স্বজনেরা।
১১ এপ্রিল মঙ্গলবার দুপুরের পরে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তারা সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়া।
তিনি জানান, রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে পৌঁছে। ফাঁসি কার্যকরের আগে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তার স্বজনেরা শেষ সাক্ষাৎ করে গেছেন।
প্রসঙ্গত, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহতের ঘটনায় করা মামলায় মুফতি হান্নান, শরিফ শাহেদুল ও রিপনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে রিভিউ আবেদন করেন তারা।
১৯ মার্চ রোববার রায়ের পুনর্বিবেচনা চেয়ে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। ২১ মার্চ মঙ্গলবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশিত হয়।
রাষ্ট্রপতির কাছে মুফতি হান্নান, শরিফ শাহেদুল ও রিপন প্রাণভিক্ষার আবেদন করলে তিনি তা নাকচ করে দেন।