শুক্রবার, ২১শে এপ্রিল, ২০১৭ ইং ৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

‘সিরিয়ায় হামলা উত্তর কোরিয়ার জন্য বার্তা’

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১০, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে উত্তর কোরিয়াসহ অন্য দেশগুলোর প্রতি বার্তা দেওয়া হয়েছে বলে ধরে নিতে হবে। রোববার এবিসি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বার্তা যে কোনো দেশ গ্রহণ করে। বার্তাটি হলো, যদি কেউ আন্তর্জাতিক নিয়ম, চুক্তি লঙ্ঘন করে এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে, অন্যের জন্য হুমকি হয়ে দেখা দেয়, তবে এক পর্যায়ে তার জবাব দেওয়ার ব্যবস্থা করা হবে।

উত্তর কোরিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমেরিকার বার্তা পরিষ্কার যে, তারা কোরীয় উপদ্বীপকে পারমাণবিক বোমামুক্ত করতে চায়।’

গত শুক্রবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইএসএস রোজ ও ইউএসএস পোর্টার থেকে এ ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এদিকে জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। এ পর্যন্ত দেশটি পাঁচ দফায় পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। গত সপ্তাহে জাপান সাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দেশটি। গত শুক্রবার উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে উত্তর কোরিয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়টিও আলোচনা করা হয়েছে।

সিবিএস চ্যানেলের ফেস দ্য নেশন অনুষ্ঠানে পৃথক সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট শি পরিষ্কারভাবে বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমি মনে করি একমতও হয়েছেন যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং হুমকি এমন পর্যায়ে পৌছেঁছে যে এখন পদক্ষেপ নিতে হবে।’