ব্রাহ্মণবাড়িয়ায় নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তাছলিমা আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসয়ীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ কারাদ-াদেশ দেন। দ-প্রাপ্ত তাছলিমা ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের বিরাসার পূর্বপাড়া মহল্লার হেফজু মিয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে বিরাসার পূর্বপাড়া মহল্লায় মাদক ব্যবসায়ী তাছলিমা আক্তারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুই কেজি গাঁজাসহ তাছলিমাকে আটক করা হয়। পরে তাছলিমাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা তাকে ছয় মাসের কারাদ- ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাতদিনের কারাদ- প্রদান করেন।