মিশরে চার্চে বিস্ফোরণ, নিহত ১৩
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ৯, ২০১৭
            
          আন্তর্জাতিক ডেস্ক : মিশরে চার্চে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার এ হামলার ঘটনা ঘটে।
হামলার লক্ষ্যবস্তু ছিল মিশরের রাজধানী কায়রোর উত্তরে অবস্থিত টানটা শহরের কপটিক চার্চ।হামলার কারণ এখনো জানা যায়নি। তবে মিশরের সংখ্যা লঘু খ্রিস্টানরা দাবি করছে, এটা জঙ্গি হামলা।
গত ডিম্বেবরে মিশরের আরেকটি কপটিক চার্চে এক হামলায় ২৫ জন নিহত হয়েছিলেন। বিবিসি।
 
        

