বৃহস্পতিবার, ২২শে জুন, ২০১৭ ইং ৮ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর মুখোমুখি নিহত ১-আহত ২০, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১০, ২০১৭

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। নিহতের নাম রহিস মিয়া (৫৫)। নিহত রহিস নিমবাড়ী গ্রামের লাবু মিয়ার ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ জানায়, উপজেলার নিমবাড়ী গ্রামের জমসেদ মিয়া ও সুজন মিয়ার মধ্যে দীর্ঘািদন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার সকালে দুই গ্রুপের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠি চার্জ ও ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় রহিস মিয়া নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর