মিশরে গীর্জায় বোমা বিস্ফোরণ, নিহত ২১, আহত ৩৮
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ৯, ২০১৭
            
          মিশরের উত্তরাঞ্চলে নীল ডেল্টা সিটির সেন্ট মেরি গীর্জায় এলাকায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও ৩৮ জন।
মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের উদ্ধৃতি দিয়ে ডেইলি স্টার এ খবর প্রকাশ করেছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
রবিবার গীর্জায় প্রার্থনারত মানুষের ওপর লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বোমা হামলার পরপরই আতঙ্কিত হয়ে পড়ে মানুষ।
 
        


