ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও শনিবার দুপুরে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।
বর্তমানে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই স্কুলছাত্রীর চিকিৎসা চলছে।সে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শারীরিকভাবে কিছুটা অসুস্থ ওই স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তার এক আত্মীয় নোয়াব মিয়া (৩৫) ধর্ষণ করে। পরে ওই স্কুলছাত্রী রাতে বাড়িতে এসে আরও অসুস্থ হয়ে পড়ে। এরপর ধর্ষণের ঘটনাটি মায়ের কাছে খুলে বললে শনিবার দুপুরে ভুক্তভোগীকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।