বুধবার, ৫ই এপ্রিল, ২০১৭ ইং ২২শে চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১, ২০১৭

স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের দিনে আরেকটি দুঃসংবাদ পেতে হয়েছে বাংলাদেশ দলকে। স্লো-ওভাররেটের কারণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। তাই পরবর্তী সিরিজে একটি ওয়ানডে খেলতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার এই নায়ক।

আগামী মেতে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। তাই সে আসরের প্রথম ম্যাচ খেলা হচ্ছে না মাশরাফির, তা বলাই যায়।

ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডের পর স্লো ওভাররেটের কারণে বাংলাদেশ দলকে সতর্ক করেছিলেন ম্যাচ রেফারি। বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতেও ফিল্ডিং শেষ করতে প্রায় ২৫ মিনিট বেশি সময় নিয়েছিল বাংলাদেশ।

শেষ ওয়ানডেতে ফিল্ডিং শেষ করতে প্রায় ৩০ মিনিট সময় নেয় বাংলাদেশ। তাই অধিনায়ক মাশরাফিকে নিষিদ্ধ করা হয় এক ম্যাচ।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে বলহাতে যথেষ্টই উজ্জ্বল ছিলেন বাংলাদেশ অধিনায়ক। হাঁটুতে সাতটি অস্ত্রোপচার করা এই ডানহাতি পেসার তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারলেও সিরিজ হারেনি মাশরাফিরা। ১-১ ব্যবধানে সমতায় থেকে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের বড় প্রাপ্তি, পেসার তাসকিন আহমেদের হ্যাটট্রিক ও তামিম ইকবালের অসাধারণ একটি সেঞ্চুরি পাওয়া। বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে তাসকিন শেষ ওভারের দারুণ একটি হ্যাটট্রিক করেছিলেন। আর তামিম সেঞ্চুরি করেন প্রথম ওয়ানডেতে।

তা ছাড়া তরুণ মেহেদী হাসান মিরাজও অভিষেকে বেশ উজ্জ্বল ছিলেন। তিন ম্যাচে বলহাতে চার উইকেট নিয়েছেন আর ব্যাটহাতেও একটি হাফ সেঞ্চুরি করেন তিনি।

এ জাতীয় আরও খবর