সোজা রাস্তা বাকাঁ হবে কেন !
---
তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়া শহরে ওভার পাসের নির্মাণ কাজ চলছে। মৌড়াইল থেকে ওভারপাসটি ফকিরাপুলের ব্রীজের কাছে এসে থামবে। এ জন্য রাস্তার দু’ধারে জমি অধিগ্রহন করা হয়েছে। ওভারপাসের নীচে রাস্তা প্রশস্ত করতে ক্ষতিগ্রস্থ ব্যক্তিমালিকানা ভূমি মালিকদের ক্ষতিপূরণ ও দেয়া হয়েছে। কিন্তু জেলা পরিষদের রেলক্রসিং থেকে পশ্চিম দিক দিয়ে সরকারী জায়গা দখলমুক্ত করে বিগত তত্বাকধায়ক সরকার। তখন জেলা পরিষদ তাদের অবৈধ দখলকৃত জায়গা উদ্ধার করে। সরেজমিনে দেখাযায়, রেক্রসিং থেকে কালিবাড়ি মোড় পর্যন্ত সড়কটি বেশ প্রশস্ত। রাস্তার পূর্ব এবং পশ্চিম দিক দিয়ে শহরে সর্বোচ্চ চওড়া প্রায় ৬৫ ফুট। কিন্তু পূর্ব দিকে জেলা পরিষদের বারান্দা ব্যাতীত কালিবাড়ী মোড় পর্যন্ত উন্মুক্ত আছে ৩০ ফুট। অপরদিকে রেলক্রসিংয়ের পশ্চিম দিকের রাস্তাটি হাবিব মিয়ার হোটেল থেকে শুরু করে ডিপ্টি বাড়ির পর্যন্ত আনুমানিক ৩০ ফুট উন্মুক্ত করা হয়েছে। কিন্তুু তপন দাসের বাড়ির সামনে থেকে কালিবাড়ি মোড় পর্যন্ত রাস্তাটি প্রায় ১০ ফুট সরকারী জেলা পরিষদের জায়গা স্থায়ীভাবে দখল করে বিশাল ইমারত নির্মান করা হয়েছে।আট/দশ তলা ঈমারত কার জায়গায় নির্মাণ করা হয়েছে। এতে কি অন্য কোন কারসাজি আছে? আর এজন্য সড়কটি প্রশস্ত করা যায়নি। প্রশ্ন হল হাবিব মিয়ার হোটেল থেকে ডিপ্টি বাড়ি পর্যন্ত ৩০ ফুট রাস্তা সংস্কারের জন্য জেলা পরিষদ উন্মুক্ত করে থাকে তাহলে বাকি অংশটুকু ২০ ফুট হবে কেন? পথচারী ও স্থানীয়দের প্রশ্ন সোজা রাস্তা বাঁকা কেন? এ ব্যাপারে সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, জেলা পরিষদের সার্ভেয়ার নিয়ে মেপে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। নকশা দেখে তা বের করে ফেলব। আরো জায়গা পাওয়া গেলে আরো ভাল।