মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা বন্ধু ?
লিখেছেন Imtiaz Palash: আমাদের বন্ধু রুবেল। যেখানে দেশের একটা বড় অংশ বেকার, সেখানে রুবেল একটি ভালো চাকরি করতো। পরিবার পরিজন নিয়ে সুখেই ছিল।
রুবেলের ২ টি কিডনি নষ্ট হয়েছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা করে রুবেলের পরিবার আজ সর্বস্বান্ত, পথের ভিখারী। এখন রুবেলের প্রতি সপ্তাহে কিডনি ডায়ালাইসিস করতে হয়, যা অনেকটা ব্যয়বহুল।
কাজেই আপনাদের কাছে ভিক্ষার জন্য আমি হাত পাতছি। বন্ধুটার বয়স যদি ৬০ হতো, তাহলে আপনাদের কাছে ভিক্ষা চাইতে ফেসবুকের দরজায় দাঁড়াতাম না।কিন্তু এই বন্ধুটার জন্য লিখতেই হচ্ছে। কারণ বন্ধুটার বয়স মাত্র ৩২। শুধু তাই নয়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রুবেলের বেঁচে থাকা কেবল রুবেলের জন্য নয়, তার পুরো পরিবারের জন্য দরকারি।
কিন্তু আমাদের ২০ লাখ টাকা লাগবে না।
লাগবে ১০০০ টাকা।
আমার ১000বন্ধুদের মধ্যে প্রত্যেকে যদি ১০০০টাকা করে দেন, তাহলে টাকাটা উঠে যায়।
আর যদি সবাই লাইক দিয়ে বিষয়টা এড়িয়ে যান, তাহলে আর কি? রুবেল মরবে, সাথে পুরো পরিবারও মরবে।
আপনার ১০০০ টাকার উপর কেবল রুবেল নয়, পুরো পরিবারের ভাগ্য জড়িয়ে আছে।
বাকিটুকু আপনাদের বিবেচনা।
আজ ১০০০ টাকা দিয়ে রুবেলকে বাঁচান। আর এইভাবে আসুন, আমরা একটা নেটওয়ার্ক গড়ে তুলি। যাতে আরেকদিন আপনার জন্য কেউ ১০০০ টাকা দেবে, যাতে আপনিও বেঁচে উঠতে পারেন।
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন।
সবার জন্য ভালোবাসা।
১০০০ টাকার চেক লেখার আগে, স্ট্যাটাসটি শেয়ার করুন।
যাতে আপনার পাশের বন্ধুটি মানুষ বাঁচানোর এই সংগ্রাম থেকে বঞ্চিত না হোন।
চেকটি লিখবেন যে ঠিকানায়:
Account Name : MD. Robel Hossain
Account Number : 1414100087145
Bank Name : Sonali bank ltd. Medda Branch(c.o. office)
রুবেলের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন 01821-070223.
আমরা চাইবো, মূলত ব্যাংকেই টাকাটা জমা হোক।
সম্পাদনায়ঃ শামস্