g অলরাউন্ডার ক্রিস ওকসকে কিনলো সাকিবের কেকেআর | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৩রা নভেম্বর, ২০১৭ ইং ১৯শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

অলরাউন্ডার ক্রিস ওকসকে কিনলো সাকিবের কেকেআর

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২০, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়; তা ভিত্তি মূল্য দেখেই বোঝা যায়। আইপিএলের নিলামে ক্রিস ওকসের ভিত্তি মূল্য ধরা হয় ২ কোটি রুপি। তবে নিলামে খুব বেশি চমক দেখাতে পেরেছেন- তা কিন্তু নয়; যেমনটা এবার দেখিয়েছেন তারই জাতীয় দলের দুই সতীর্থ বেন স্টোকস ও টাইমাল মিলস।

১৪.৫ কোটি রুপি দিয়ে স্টোকসকে দলে টেনেছে পুনে সুপারজায়ান্টস। আর মিলসের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খরচ করেছে ১২ কোটি রুপি। আর ক্রিস ওকস ভিত্তি মূল্যের ডাবলে বিক্রি হয়েছেন। অর্থাৎ ৪ কোটি ২ লাখ রুপির বিনিময়ে ইংলিশ অলরাউন্ডারকে কিনেছে সাকিব আল হাসান, গৌতম গম্ভীরদের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

ওকসকে স্বাগত জানিয়েছে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। কেকেআরের টুইটার পেজে লিখেছেন, ‘কেকেআর পরিবারে ওকসকে স্বাগত জানাই। দলের জন্য সে ব্যাটে-বলে অবদান রাখতে পারবে আমরা আত্মবিশ্বাসী।’

এ জাতীয় আরও খবর