g ইরাকি বিক্ষোভে পুলিশি হামলায় নিহত ৫, আহত ১৭ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৮ই অক্টোবর, ২০১৭ ইং ২৩শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ইরাকি বিক্ষোভে পুলিশি হামলায় নিহত ৫, আহত ১৭

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৩, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :নির্বাচনী সংস্কারের দাবিতে উত্তাল ইরাকের বাগদাদে এক বিক্ষোভ চলাকালে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭৪ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।
নির্বাচনি সংস্কারের দাবিতে শনিবার এই এলাকায় এক বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। এই বিক্ষোভকারীরা মূলত ইরাকের শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর-এর অনুসারী। বিক্ষোভকারীদের টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আহত হন অন্তত ২০০ জন। বিক্ষোভকারীদের দাবি, ইরাকের নির্বাচন কমিশন স্বাধীন নয়। কারণ কমিশনের সব সদস্যরা নিয়োগ পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে।
এর আগেও বিক্ষোভ নিয়ে গ্রিন জোনে প্রবেশ করেছিল শিয়া নেতা মুকতাদা আল-সদর-এর অনুসারীরা। তবে সেখানে কারা মিসাইল নিক্ষেপ করেছে তা এখনও পরিষ্কার নয়। ইরাকের সেনা কর্মকর্তারা বলছেন, মুকতাদা আল-সদর-এর অনুসারী অধ্যুষিত পূর্বাঞ্চলীয় বালাদিয়াত জেলা থেকে রকেট আসতে দেখা গেছে। তবে রকেট হামলায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর