রবিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৩শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

দেশে উন্নয়ন হলেও সুশাসন নেই: এরশাদ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৪, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশে অনেক উন্নয়ন হলেও সুশাসন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, “আমি বারবার কয়েকটি কথা বলি। সুশাসনের প্রয়োজন দেশে। অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে। আমি বলব যে এত কাজ আগে কখনো হয়নি। কিন্তু সুশাসনের অভাবে হত্যাকাণ্ড ঘটছে। সাংবাদিকের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। গুলিতে সাংবাদিকের মৃত্যু হয়েছে আগে কখনো শুনিনি। আমরা এর নিন্দা জানাই।”

শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশনে যিনি আছেন তিনি মেরুদণ্ডহীন। ওনার কোনো ব্যক্তিত্ব ছিল না। সে জন্য নির্বাচন সুষ্ঠু হয়নি। হওয়ার সুযোগও ছিল না।”

জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করেন, সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু-সুন্দর হবে।

এর আগে তিনি পটুয়াখালীতে আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন। এসময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।