শুক্রবার, ১৩ই জানুয়ারি, ২০১৭ ইং ৩০শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

গান গেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা!

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে সম্প্রতি কারাগারের ভেতর দাঙ্গা উশকে দেওয়ার ঘটনায় সন্দেহ করা হচ্ছে এমন একটি অপরাধী গ্রুপ গানের মাধ্যমে তাদের প্রতিপক্ষ গ্রুপকে হুমকি দিয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছে।

উত্তরাঞ্চলীয় মানাউস শহরে পহেলা জানুয়ারি ওই দাঙ্গায় একটি কারাগারের ৫৬জন বন্দী নিহত হয়।

এবার ভীতিকর গানের মাধ্যমে ফ্যামিলিয়া ডো নর্তে নামের ওই গ্যাংটি হত্যাকান্ডের বিবরণ দিয়ে “যুদ্ধ কেবল শুরু হয়েছে” বলে উল্লেখ করে।

প্রতিদ্বন্দ্বী আরেক অপরাধী সংগঠন ফার্স্ট ক্যাপিটাল কমান্ডের উদ্দেশে হুমিক দিয়ে এই সঙ্গীত প্রচার করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়।

ব্রাজিলে মাদক পাচার রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে সংঘাত চলমান। তবে ২০১৬ সালে তা তীব্র রূপ নেয় যখন উত্তরাঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা শুরু করে ফাস্ট ক্যাপিটাল গ্রুপ।

তদন্তকারীরা ধারনা করছেন ফ্যামিলিয়া ডো নর্তে গ্যাং এর সদস্যরাই কারাগারে দাঙ্গার ঘটনার সূত্রপাত করে।

বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, এই গ্রুপটি এবারই প্রথমবার ভীতিকর গানের মাধ্যমে প্রতিদ্বন্দী গ্রুপকে হুমকি দিচ্ছে তেমনটি নয়। ২০১৫ সালেও তারা এধরনের গান ছড়িয়ে দিয়েছিল।