লাঞ্চের খাবারের তালিকায় যখন ৮ টন ওজনের তিমি!
অনলাইন ডেস্ক : চীনের জিয়াংজি প্রদেশের এক রেস্তোরাঁ মালিক নিজের রেস্তোরাঁর আকর্ষণ বৃদ্ধিতে খাবারের মেন্যুতে তিমি রাখার সিদ্ধান্ত নেন। শুধু সিদ্ধান্ত নিয়েই থেমে ছিলেন না তিনি। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কিনেও ফেলেন ৮ টন ওজন ও ৩০ ফুটেরও বেশি লম্বা এক তিমি।
এরপর তিমিটিকে রান্না উপযোগী করে কাটার জন্য রাখা হয় রেস্তোরাঁর সামনে। আর এ সংক্রান্ত ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় বিষয়টি। দেখা যায়, তিমিটি কাটতে কসাই ছুরিতে ধার তুলছেন। কয়েকজনকে হাত চালিয়ে তিমিটির পেটও ফুঁড়েছেন। কেউ আবার ছবিও তুলছেন। এরপর এই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে।
উল্লেখ্য চীনে সংরক্ষিত প্রজাতিগুলোর মধ্যে তিমি অন্যতম। তবে এ ঘটনার পর বিষয়টি অনুসন্ধানে স্থানীয় কৃষি অধিদফতর পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।