নাসিরনগরের ঘটনায় রসরাজ এর জামিন নামঞ্জর, আওয়ামীলীগে নেতার রিমান্ডের আবেদন
---
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রসরাজ দাস (৩০) তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফের উপর শিবমূর্তি বসিয়ে বিকৃত ছবি পোষ্ট এর ঘটনায় জামিন শুনানী গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন এর আদালতে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন বলে কোর্ট ইন্সপেক্টর জানান।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ছবি পোস্ট দেয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার হন রসরাজ দাস।
এদিকে নাসিরনগরে হিন্দুবাড়ি ও মন্দিরে ভাংচুর, হামলার ঘটনায় জড়িত গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আব্দুল আহাদ এর আরো ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আগামী মঙ্গলবার এ ব্যাপারে শুনানী হবে বলে কোর্ট ইন্সপেক্টর জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এর আগে ১ জানুয়ারী আহাদকে আদালতে পাঠিয়ে ৫ রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর না করে জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করে পুলিশ। আরো তথ্য পেতে ফের রিমান্ডের প্রয়োজন বলে পুলিশ মনে করে ।
অন্যদিকে, নসিরনগর ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মুচলেকার মাধ্যমে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নসিরনগর ঘটনার অনেক বিষয় তাদের কাছ থেকে জানা গেছে।