চলন্ত ট্রেনকে নিয়ে সেলফি, প্রাণ গেল স্কুলছাত্রের
নিউজ ডেস্ক : ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন দেখে দ্রুতগতির ট্রেনকে পেছনে রেখে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে অকালে প্রাণ হারালো স্কুলপড়ুয়া এক ছাত্র। রাজেন্দ্রপুর এলাকায় শখের সেলফি তুলতে গিয়ে মঙ্গলবার দুপুরে আবদুল মোমেন নামে দশম শ্রেণির এক ছাত্রের অকাল মৃত্যু হয়।
আবদুল মোমেন গোসিঙ্গা ইউনিয়নের নারানপুর গ্রামের আলী হোসেনের ছেলে। সে চিনাশুখানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবদুল মোমেন তার দুই বন্ধুকে নিয়ে রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ঘুরতে আসে। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দেখে রেল লাইনের ওপর দাঁড়িয়ে চলন্ত ট্রেনকে পেছনে রেখে সেলফি তুলতে যায়। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত মোমেনের দুই বন্ধু জানায়, মোমেন তার নানা বাড়িতে থেকে পাশের চিনাশুখানিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করত।
রেলপুলিশ জয়দেবপুর জংশনের এএসআই মো. দাদন মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২৫ জলদস্যুর আত্মসমর্পণ (ভিডিও)
কক্সবাজার থেকে ৩৬ কোটি ৩০ লাখ টাকার ১২ লাখ ইয়াবা উদ্ধার