মঙ্গলবার, ২রা মে, ২০১৭ ইং ১৯শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে চাল সংগ্রহ অভিযান শুরু

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ২৬, ২০১৬

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধার সম্মতিতে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা এ অভিযানের উদ্ভুধন করেন। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, এ বছর গোটা উপজেলায় ১৬’শ ৪৬ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে সিদ্ধ আমন ৮৭৬ মেট্রিকটন ও আতপ ৭৭০ মেট্রিকটন। সিদ্ধ চাল ৩৩ টাকা আর আতপ ৩২ টাকা কেজি নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যে সিদ্ধ ৭২৫ মেঃ টন ও আতপ ৪৬০ মেঃ টন দেওয়ার চুক্তি হয়েছে স্থানীয় মিলারদের সাথে। উভয় জাতের মোট ৪৬১ মেঃ টন চালের চুক্তি এখনো হয়নি। তবে অধিকাংশ মিল মালিক জানায়, চালের মূল্যটা কম ধরা হয়েছে। এ জন্য অনেকেই চাল দিতে আগ্রহ প্রকাশ করছে না। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ভূঁইয়া বলেন, ইতিমধ্যে ১১’শ ৮৫ মেঃ টন চালের চুক্তি হয়ে গেছে। এখনো ৮ জন মিল মালিক কোন চক্তি করেননি। লক্ষ্যমাত্রা পূরন করতে সমস্যা না হওয়ারই কথা।